ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুদানে ফের তিন দিনের যুদ্ধবিরতি

সুদানে ফের তিন দিনের যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নিশ্চিত করেছেন, সোমবার মধ্যরাত থেকে সুদানে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আগে আরো অন্তত দুইবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল দুই বাহিনী। তবে, কোনো পক্ষই এটি শেষ পর্যন্ত মানেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, ৪৮ ঘণ্টা আলোচনার পর সেনাবাহিনী ও আরএসএফ যুদ্ধবিরতিতে পৌঁছতে সম্মত হয়। গত ১৫ এপ্রিল হঠাৎ করে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আরএসএফ। এরপর তাদের ওপরও পাল্টা হামলা চালায় সেনাবাহিনী। দুই বাহিনীর এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অন্যদিকে, সংঘাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়েছেন সুদানে চলমান সংঘাত ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সৃষ্টি করছে, যা এ অঞ্চলে এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। সংঘাত শুরুর পর রাজধানী খারতুমের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। আর এ কারণে খাদ্যসহ অন্যান্য পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটায় এখন সাধারণ মানুষ খাদ্য সংকটের শঙ্কায় পড়েছে। আরএসএফের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে পানি সরবরাহের পাইপসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বোমা বর্ষণ করেছে দেশটির বিমান বাহিনী। ফলে এখন অনেককে বাধ্য হয়ে নীল নদের পানি পান করতে হচ্ছে। নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ায় সাধারণ মানুষ আশা করছে তারা রাজধানী খারতুম ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত