তাইওয়ান-হংকং নিয়ে ব্রিটেনের নাক গলানো পছন্দ নয় চীনের

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতিবিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছেন, তা পুরোনো এবং অযৌক্তিক। দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাও নিং। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে গভীর সংমিশ্রণ ঘটেছে। বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নানা দেশ। তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করা। গ্রুপ অর্থনীতি ও স্নায়ুযুদ্ধ ইতিহাসের প্রবণতার পরিপন্থি, যা ব্রিটেনসহ নানা দেশের স্বার্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। চীন বরাবরই সমতা ও পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে আসছে। ব্রিটেন আগেকার পুরোনো চেতনায় টিকে আছে, ফলে যুগের গতিতে পিছিয়ে যাচ্ছে। মাও নিং আরো বলেন, হংকং, সিনচিয়াং ও তাইওয়ানের বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তবে ব্রিটেন যেসব বিষয়ে চীনকে অপবাদ দেয়, তা অযৌক্তিক এবং অবৈধ। ব্রিটেনের উচিত দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল আচরণ করা। সূত্র : চায়না রেডিও ইন্টারন্যাশনাল।