ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বার্সেলোনার রেস্টুরেন্টে ওবামা-স্পিলবার্গ

বার্সেলোনার রেস্টুরেন্টে  ওবামা-স্পিলবার্গ

বিশিষ্ট লোকজনকে হঠাৎ করেই চোখের সামনে দেখতে পেলে বিস্ময়ের সীমা থাকে না। সেটাও যদি হয় জনপ্রিয় কেউ, তবে তো কোনো কথাই নেই। এমন ঘটনাই ঘটেছে স্পেনের বার্সেলোনা শহরে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনকে হুট করেই সেখানকার একটি রেস্টুরেন্টে হাজির হতে দেখা যায়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনায় আমার নামের একটি রেস্টুরেন্টে যখন ওবামা, স্পিলবার্গ এবং ব্রুস হাজির হন তখন যেন সেখানে চাঁদের হাঁট বসেছিল। তাদের দেখে রেস্টুরেন্টের কর্মীরা একেবারে হতবাক হয়ে যান।

শেফ রাফা জাফরা দাবি করেন, স্প্যানিশ বংশো™ূ¢ত মার্কিন রেস্টুরেন্ট ব্যবসায়ী হোসে আন্দ্রেসের পরামর্শে ওই তিন বিশিষ্ট ব্যক্তি রেস্টুরেন্টে গিয়েছিলেন। স্পেনের ক্যাডেনা সের নামের একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে জাফরা জানান, বারাক ওবামার সঙ্গে বেশ ঘনিষ্ট সম্পর্ক রয়েছে আন্দ্রেসের।

তিনি বলেন, আন্দ্রেস আমাকে জানান, ৪৪তম মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষ ব্যবস্থা রাখা জরুরি। তিনি বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তখনই আমি এ বিষয়ে খোঁজ নেয়া শুরু করি এবং জানতে পারি যে, ওবামা আসছেন এবং ব্রুসের কনসার্ট আছে।

জাফরা আরো বলেন, আমি তখনই বুঝতে পারি যে, স্প্রিংস্টিনের কনসার্টে যোগ দিতে স্পিলবার্গ, ওবামা এবং তার স্ত্রী মিশেল বার্সেলোনায় অবস্থান করছেন।

তিনি বলেন, আমরা তাদের ঝিঁনুক, শামুক, রোজ প্রজাতির বিভিন্ন মাছ এবং আমার তৈরি বিশেষ খাবার ক্যাভিয়ার বিকিনিসহ সবকিছুই খেতে দিয়েছিলাম। আমরা সত্যিই খুব খুশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত