‘সুদান ছাড়তে পারে ৮ লাখ মানুষ’

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সেনা ও বেসামরিক বাহিনীর লড়াইয়ের কারণে বহু মানুষ সুদান ছাড়ছেন। চলমান সংঘাতের কারণে সম্ভবত ৮ লাখ মানুষ সুদান ছাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। এরই মধ্যে ৭৩ হাজার মানুষ দেশটি ছেড়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সহকারী হাই কমিশনার রাউফ মাজউ এক ব্রিফিংয়ে বলেন, আমরা ধারণা করছি ৮ লাখ ১৫ হাজার মানুষ সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেতে পারে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

এদিকে, ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি এমন পরিস্থিতি দেখতে হবে না, তবে সহিংসতা বন্ধ না হলে আরো বেশি মানুষকে নিরাপত্তার কারণে সুদান থেকে পালিয়ে যাওয়া দেখতে হবে।

আন্তর্জাতিক এ সংস্থাটি বলেছে, গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ের পর থেকে এরই মধ্যে একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে।