ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আকস্মিক সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি

আকস্মিক সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। অঘোষিত এই সফরে তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের পাশাপাশি দেশটির আইনপ্রণেতাদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পরে বুধবার গভীর রাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণ করেন বলে ডাচ বার্তাসংস্থা এএনপি জানিয়েছে। ইউক্রেনীয় এই প্রেসিডেন্টের নেদারল্যান্ডসে এটিই প্রথম সফর।

আলজাজিরা বলেছে, এএনপি একটি বিমানের অন্ধকার ছবিও প্রকাশ করেছে। বার্তাসংস্থাটি দাবি করেছে, ডাচ সরকারের এই বিমানটি সম্ভবত ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বহন করেছে। নেদারল্যান্ডস সফরে জেলেনস্কি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরিদর্শন করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

এর আগে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পুতিনের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়াতে সরিয়ে নিয়েছেন। আদালত বলেছে, এই অপরাধ গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই ঘটে চলেছে। একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও। অবশ্য আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আইসিসি যা করতে পারে তা হলো, অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারের পরে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বিচারের জন্য হাজির করা।

এছাড়া আইসিসি তার বিচারিক ক্ষমতাও শুধু সেসব দেশে প্রয়োগ করতে পারে, যে দেশগুলো এই আদালত গঠন করতে চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত