ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়ি তল্লাশি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়ি তল্লাশি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বাড়িতে হানা দিলো দেশটির ফেডারেল পুলিশ। বুধবার বোলসোনারোর বাড়িতে ব্রাজিল পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় তার ফোনও জব্দ করা হয়। খবর এপির।

করোনার টিকাকরণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল ব্রাজিল সরকারের বিরুদ্ধে। ওই সময় প্রেসিডেন্টের পদে ছিলেন বোলসোনারো। তার আমলেই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে টিকাকরণ নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগ ওঠে। টিকা নেননি এ রকম অনেক ব্যক্তিকে টিকা দেয়া হয়েছে বলে কোভিড টিকাকরণের ডাটাবেসে দেখানো হয়েছে বলে অভিযোগ। আবার টিকা পেয়েও কোভিড ডাটাবেসে নাম ওঠেনি, সেই অভিযোগও উঠেছে। এ নিয়েই তদন্তে নেমেছে ব্রাজিল পুলিশ। এই হানার ব্যাপারে ব্রাজিল ফেডারেল পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকাকরণের তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ১৬টি তল্লাশি চালিয়েছে পুলিশ। এছাড়া বোলসোনারো ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাউরো সিড নামের এক ব্যক্তিকে ব্রাজিল পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। যদিও ব্রাজিল পুলিশের বিবৃতিতে বোলসোনারো বা মাউরোর নাম উল্লেখ করা হয়নি। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো টিভি দেখিয়েছে, বোলসোনারোর ব্রাসিলিয়ার কনডোমিনিয়াম কমপ্লেক্সের বাড়িতে ঢুকছে পুলিশ। করোনা মহামারিতে টিকাকরণের সময় ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট বোলসোনারো একাধিকবার টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ব্রাজিল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে অনেক ব্যক্তির টিকা নেয়ার তথ্যে জালিয়াতি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত