ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নথি পাকিস্তানে পাচারের অভিযোগ

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাবিষয়ক নথি পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছে দেশটির প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এক বিজ্ঞানীর বিরুদ্ধে। বুধবার পুনে থেকে ওই বিজ্ঞানিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা এটিএস।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পুনেতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন অভিযুক্ত বিজ্ঞানী। ডিআরডিও থেকে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক নথিও ‘পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ (পিআইও)’কে সরবরাহ করছিলেন তিনি।

অভিযোগ উঠেছে, গত বুধবারও তিনি পিআইওর এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরই বিষয়টি এটিএসের নজরে এলে তাকে বুধবার গ্রেপ্তার করা হয়। আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্ত বিজ্ঞানী সামাজিক মাধ্যমে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পিআইওর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।