ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সার্বিয়ায় ফের বন্দুক হামলায় নিহত আট

সার্বিয়ায় ফের বন্দুক হামলায় নিহত আট

কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্দুক হামলায় প্রাণ ঝরতে দেখল বলকান অঞ্চলের দেশ সার্বিয়া। রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দক্ষিণের একটি গ্রামে নিহত হয়েছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। দুবোনা গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় বলে জানা গেছে। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী এখনো পলাতক রয়েছেন। সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার সকালে বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ ইউনিট দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে। স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করার পর ২০ বছর বয়সি এক যুবক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন। স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকসান্ডার ভুলিন শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত