ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাছের মাথা ছেঁটে মোচা মোকাবিলার প্রস্তুতি কলকাতায়

গাছের মাথা ছেঁটে মোচা মোকাবিলার প্রস্তুতি কলকাতায়

ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ার অভিজ্ঞতা মাথায় রেখে কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়েছে মোচা।

আবহাওয়াবিদদের আশঙ্কা অনুযায়ী বঙ্গোপসাগরে যদি সত্যিই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যায় সেটা আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ উপকূলেও।

আর সে কারণেই মোখা মোকাবিলার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা। ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ার অভিজ্ঞতা মাথায় রেখে কলকাতা পৌরসভা এরই মধ্যে বড় বড় গাছের মাথার দিক ছাঁটার কাজ শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত