পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র দলের সঙ্গে নয়

প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রাখার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন জানিয়েছে, রাজনৈতিক দল বা প্রার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী নয় ওয়াশিংটন। ওয়াশিংটনে গত বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সংবাদ সম্মেলনে পাকিস্তান প্রসঙ্গ নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আছে কিনা জানতে চাইলে প্যাটেল বলেন, ‘আমি এটা নিয়ে অনুমান করতে যাচ্ছি না। এটা পাকিস্তানের অভ্যন্তরীণ কিছু’। হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট এবং থিঙ্ক-ট্যাঙ্কসহ ওয়াশিংটনে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং শুনানিতে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রায়ই আলোচনার ওঠে আসে। সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘আমরা পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, যেমনটা আগে থেকে করে আসছি। এখানে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে আমরা নেই।তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের স্বার্থে আমরা একটি নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তান দেখতে চাই।’