মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ৫ শিশুসহ নিহত ১৮

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১৮ গ্রামবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু। গত বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির বাগো অঞ্চলে হামলায় বেসামরিক প্রাণহানির এ ঘটনা ঘটে। গত শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের সেনারা গত বুধবার বাগো অঞ্চলের হতানতাবিন টাউনশিপে পাঁচ শিশুসহ ১৮ জন গ্রামবাসীকে হত্যা ও পুড়িয়ে দিয়েছে। নিহতদের মধ্যে দুজন ৫ বছর বয়সি, একজন ৭ বছর বয়সি, নয় বছর বয়সি, ১৫ বছর বয়সিসহ সত্তরোর্ধ্ব পুরুষ ও নারীও রয়েছে। দ্য ইরাবতী বলেছে, ওই গ্রামের কাছাকাছি প্রতিরোধ গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির আক্রমণে জান্তা সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হামলার পর মিয়ানমারের সৈন্যরা নিয়াং পিন থার গ্রামে অভিযান চালায় এবং বাসিন্দাদের মতে, এ সময় যাকেই সামনে পাওয়া গিয়েছিল তার ওপরই নির্যাতন করে সেনারা। এক গ্রামবাসী দ্য ইরাবতীকে জানান, তার বোন, শ্যালিকা এবং ভাতিজিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, তিনি আক্রমণের শিকার হননি কারণ ঘটনার সময় তিনি হাসপাতালে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ইউ কিয়াও থেইন (৫৫) নামে তার এক প্রতিবেশী জান্তা সেনাদের হামলায় নিহত হয়েছেন। ওই নারী বলেন, ইউ কিয়াও থেইন শুনতে পায় সৈন্যরা তার মাকে নিয়ে যাচ্ছে।