মেক্সিকোয় সড়কে ঝরল ২৬ প্রাণ

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসে এ দুর্ঘটনা ঘটে।

তামাউলিপাসের প্রসিকিউটর ও পুলিশ জানায়, সংঘর্ষে মালবাহী ট্রেলার এবং ভ্যানে আগুন ধরে যায়। এতে অনেকে প্রাণ হারান।

কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি। ট্রাকের চালক মারা গেছেন, নাকি পালিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ভ্যানটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল। দুর্ঘটনার সময় শিশুও ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোয় প্রায়শই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। কাভার্ড ভ্যানে করে দরিদ্র দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেয় দালালরা। যেন সহজেই দেশটিতে প্রবেশ করতে পারে। কিন্তু এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বহু মানুষকে লাশ হতে হচ্ছে। যদিও রোববারের ঘটনাটির সম্পর্কে তদন্ত করে জানাবে বলে জানিয়েছে পুলিশ।