ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় নিহত পাঁচ

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় নিহত পাঁচ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া আরো দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবারের ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর এএফপির।

ফার্মিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় বেসামরিক লোকজনের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানানো হয়।

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ওই শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোনো স্থানে এবং কখন ওই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকের এক পোস্টে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।

একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন। ওই সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত