জাপানের সামরিক হাসপাতালে ইউক্রেন সেনাদের চিকিৎসা

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

টানা ১৫ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আর রুশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ব ইউরোপের এই দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো। এবার ইউক্রেনের সহায়তায় ব্যতিক্রমী পদক্ষেপ নিল জাপান। আর সেটি হচ্ছে- রুশ হামলায় আহত ইউক্রেনীয় সেনাদের চিকিৎসাসেবা দেবে পূর্ব এশিয়ার এই দেশটি। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য আহত ইউক্রেনীয় সৈন্যদের জাপান গ্রহণ করতে প্রস্তুত বলে পূর্ব এশিয়ার এই দেশটির ক্ষমতাসীন জোটের একজন সিনিয়র সদস্য গতকাল বৃহস্পতিবার বলেছেন। রাজধানী টোকিওতে অবস্থিত সামরিক হাসপাতালে এই চিকিৎসাসেবা দেয়া হবে এবং জাপানের সেনাবাহিনী এটি পরিচালনা করে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে জাপানের ওই আইনপ্রণেতা রয়টার্সকে বলেছেন, এবারই প্রথমবারের মতো টোকিও’র সেলফ-ডিফেন্স ফোর্স সেন্ট্রাল হাসপাতাল বিদেশি সৈন্যদের চিকিৎসা করেছে।