ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন বুলগেরিয়ান লেখক

আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন বুলগেরিয়ান লেখক

সম্মানজনক আন্তর্জাতিক বুকার সাহিত্য পুরস্কার ২০২৩ জিতেছে বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদানিভের উপন্যাস ‘টাইম শেল্টার’। জর্জিই প্রথম বুলগেরিয়ান লেখক যিনি বুকার জিতলেন। বইটি বুলগেরিয়ান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোদেল।

আন্তর্জাতিক বুকার পুরস্কারের প্রধান বিচারক লিইলা সিøমানি টাইম শেল্টার বইটিকে ‘বিদ্রুপ এবং বিষাদপূর্ণ একটি উপন্যাস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, ‘সমসাময়িক প্রশ্ন এবং দার্শনিক প্রশ্নের অসাধারণ একটি কাজ এটি : যা জিজ্ঞেস করেছে আমাদের স্মৃতিভ্রম হলে কী হয়?’ পুরস্কার হিসেবে লেখক জর্জি গোসপোদানিভ এবং অ্যাঞ্জেলা রোদেলকে যৌথভাবে ৫০ হাজার ইউরো দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই বিশ্বের যেকোনো ভাষায় লেখা একজন লেখকের উপন্যাস বা ছোটগল্পকে সেরার পুরস্কার দেওয়া হয়। এছাড়া সঙ্গে একজন ইংরেজি অনুবাদককেও পুরস্কৃত করা হয়। তবে পুরস্কার পেতে অনুবাদ করা বইটি যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত