রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করল জাপান

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, অন্যান্য জি-৭ সদস্যদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার সেনা কর্মকর্তাসহ ৭৮টি গ্রুপ এবং ১৭ ব্যক্তির সম্পদ জব্দ করবে জাপান। এছাড়া ৮০টি রুশ সংস্থায় রপ্তানিও নিষিদ্ধ করবে টোকিও। জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে নির্মাণ ও প্রকৌশল পরিষেবা প্রদান নিষিদ্ধ করবে জাপান। এর বিস্তারিত পরবর্তী তারিখে ঘোষণা করা হবে। বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার জন্য রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে টোকিওর শীর্ষ সরকারের মুখপাত্র ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, যুদ্ধকালীন সময়ে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনোই রাশিয়ার পারমাণবিক হুমকিকে মেনে নেয় না।