ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাহুল গান্ধী পাচ্ছেন তিন বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট

রাহুল গান্ধী পাচ্ছেন তিন বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে ৩ বছরের জন্য সাধারণ পাসপোর্ট গ্রহণের অনুমতি দিয়েছেন দিল্লির একটি আদালত। গত শুক্রবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈভব মেহতা এক আদেশে এই অনুমতি দেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

মানহানির মামলায় সাজাপ্রাপ্ত কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণা এবং তার পার্লামেন্ট সদস্যপদ খারিজ হওয়ার পর আদালত তাকে এই পাসপোর্ট মঞ্জুর করলেন আদালত।

২০১৮ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে নিজের আসন আমেথি এবং কেরালার ওয়ানাড়ে দাঁড়িয়েছিলেন রাহুল। পরে আমেথিতে পরাজিত হলেও ওয়ানাড়ে জয়ী হয়ে পার্লামেন্টে নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া এক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে চলতি বছরের ২৪ মার্চ গুজরাটের একটি নিম্ন আদালতের আদেশে লোকসভার সদস্যপদ হারান রাহুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত