ইতালি উপকূল থেকে উদ্ধার ৬০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইতালির সিসিলি দ্বীপের কাছ থেকে একটি বড় নৌকা থেকে ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হয়েছে। টুইট বার্তায় গত শনিবার অভিযানটি পরিচালনার কথা জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

এমএসএফ টুইট বার্তায় আরো জানিয়েছে, তিন ঘণ্টার অভিযান শেষে ৫৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এখন তারা নিরাপদে আমাদের জাহাজে আছে। আমাদের মেডিক্যাল টিম তাদের সেবা দিচ্ছেন। অভিবাসীদের বারির দক্ষিণ বন্দরে নামানো হবে। বন্দরে পৌঁছাতে ৪০ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে এমএসএফ। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তবে, দাতব্য সংস্থাগুলো ইতালির সরকারের অভিবাসননীতির কঠোর সমালোচনা করেছে।