ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে ৫ দিনে গেলো ১৪ প্রাণ

যুক্তরাষ্ট্রে ৫ দিনে গেলো ১৪ প্রাণ

যুক্তরাষ্ট্রে গত সোমবার পালিত হয় মেমোরিয়াল ডে। মার্কিন সশস্ত্র বাহিনীর যেসব সেনা প্রাণ দিয়েছেন- প্রতি বছরের মে মাসের শেষ সোমবার তাদের স্মরণ করা হয়। আর এই মেমোরিয়াল ডে যে সপ্তাহে পালন করা হলো সেই সপ্তাহেও দেশটিতে গুলিতে ঝরেছে ১৪টি প্রাণ। এছাড়া আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। এই সময়টায় আটটি রাজ্যের সমুদ্র সৈকত, স্কুল, মোটরসাইকেলের শোভাযাত্রাসহ অন্যান্য স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। তরুণ থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধও এতে হতাহত হয়েছেন। গত ৪ বছরের তুলনায় এ বছর মেমোরিয়াল ডে ছুটির সপ্তাহে গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। গত শুক্রবার অ্যারিজোনার মেসাতে এক ব্যক্তি গুলি করে চারজনকে হত্যা করেন। গত শুক্রবার সন্ধ্যায় শুরু হয় তার ধ্বংসযজ্ঞ, যা চলে শনিবার সকাল পর্যন্ত। পরবর্তীতে হত্যাকারীকে আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত