ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সামরিক আদালতে ইমরানের বিচার হওয়া উচিত : রানা সানাউল্লাহ

সামরিক আদালতে ইমরানের বিচার হওয়া উচিত : রানা সানাউল্লাহ

পাকিস্তানের সাবেক প্রথানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ইমরানের গ্রেপ্তারে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের ‘ভূমিকার কারণেই’ এটি হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চলতি মাসের শুরুতে গ্রেপ্তারের পর দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তাতে তার ভূমিকার জন্য সামরিক আদালতে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। গত ৯ মে দেশজুড়ে মারাত্মক বিক্ষোভের অংশ হিসেবে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করার জন্য ইমরানকে ব্যক্তিগতভাবে অভিযুক্তও করেছেন তিনি।

আলজাজিরা বলেছে, গত মঙ্গলবার স্থানীয় নিউজ চ্যানেল ডন নিউজে ইমরান খানকে সামরিক আদালতে বিচার করা হবে কি না- প্রশ্ন করা হলে সানাউল্লাহ উত্তরে বলেন, ‘অবশ্যই, কেন করা হবে না? তিনি সামরিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিলেন এবং তারপরে তা কার্যকর করেছিলেন। আমি যতটা বুঝি, এটি পুরোপুরি সামরিক আদালতের মামলা।’

রানা সানাউল্লাহ দাবি করেন, গত ৯ মে যা ঘটেছে, তার সব কিছু করিয়েছেন ইমরান, যা ঘটেছে তিনি এই সবের স্থপতি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘(প্রমাণ) নথিভুক্ত আছে। এটা বিভিন্ন টুইট এবং তার বার্তায় আছে। কারা কী করবে এবং কোথায় করবে, তিনি (জেলে) যাওয়ার আগেই এই সমস্ত (পরিকল্পনা) ঠিক করা হয়েছিল। এছাড়া তাকে গ্রেপ্তার করা হলে কৌশল ও কর্তব্য কী হবে; এসব সিদ্ধান্ত আগেই ঠিক করা হয়েছিল।’ দুর্নীতির মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত