ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্ক সফরে যাবেন পুতিন ও জেলেনস্কি

তুরস্ক সফরে যাবেন পুতিন ও জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুব শিগগিরই তুরস্ক সফরে যাবেন। তার্কিস সংবাদমাধ্যম হুরিয়েত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে এই দুই দেশের প্রেসিডেন্ট তুরস্কে সফর করবেন। তাদের আলোচনায় যুদ্ধের পরিস্থিতি এবং কৃষ্ণসাগর শষ্য চুক্তির বিষয়টি থাকবে।

তবে, রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একসঙ্গে তুরস্কে যাবেন না। এর বদলে তারা আলাদাভাবে দেশটিতে সফর করবেন।

তুরস্কে গত ২৮ মে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে জয় পান এরদোয়ান। আগামী ৩ জুন প্রেসিডেন্ট হিসেবে নতুন করে আবারও শপথ নেবেন তিনি। এ অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা উপস্থিত থাকবেন। সংবাদমাধ্যম হুরিয়েত একটি সূত্রের বরাতে জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না। এর বদলে পরবর্তী একটি সময়ে বিশেষভাবে তুরস্কে যাবেন তিনি। পুতিনের সফর শেষেই দেশটিতে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত