জাপানের কাছে যে কারণে বিস্ফোরক চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলায় সহযোগিতা করতে এবার জাপানের কাছে বিস্ফোরক চাইল বাইডেন প্রশাসন। ১৫৫ মিলিমিটার কামানের গোলার জন্য ট্রাই নাইট্রো টলুইন (টিএনটি) নামক বিস্ফোরক চেয়েছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এমন তথ্য দিয়েছেন। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে। এদিকে বিস্ফোরকসহ সামরিক ক্ষেত্রে ব্যবহৃত পণ্য রপ্তানিতে জাপানে নিষেধাজ্ঞা রয়েছে। প্রাণঘাতি সরঞ্জাম, কামানের গোলাসহ যে কোনো অস্ত্র রপ্তানিতেও রয়েছে দেশটির আইনে নিষেধাজ্ঞা। এর মধ্যে হাউইটজার গোলা অন্যতম যা প্রায় প্রতিদিনই রুশ দখলকৃত দক্ষিণ-পূর্বাঞ্চলে নিক্ষেপ করে ইউক্রেন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পদক্ষেপ নিয়েছে জাপান।