ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুপুরে কড়া রোদে কাজ নিষিদ্ধ করল আরব আমিরাত

দুপুরে কড়া রোদে কাজ নিষিদ্ধ করল আরব আমিরাত

শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে কড়া রোদের মধ্যে দুপুর বেলা ‘খোলা স্থানে’ সব কাজ নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আগামী ১৫ জুন থেকে শুরু হবে এ নিষেধাজ্ঞা। যা পরবর্তী তিন মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে। এ তিন মাস প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন, তাহলে নিয়োগদাতাকে বড় অংকের অর্থ জরিমানা করা হবে। যা সর্বোচ্চ ৫০ হাজার দিরহামও হতে পারে।

আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়টায় কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের নির্ধারিত ৮ ঘণ্টার চেয়ে বেশি কাজ করানো যাবে না। যদিও কেউ এর বাইরে কাজ করান, তাহলে বাড়তি সময়কে ওভারটাইম হিসেবে ধরা হবে এবং এজন্য শ্রমিককে বাড়তি অর্থ দিতে হবে।

এছাড়া দুপুর বেলা যখন কাজ বন্ধ থাকবে তখন যেন শ্রমিকরা বিশ্রাম নিতে পারেন সেজন্য নিয়োগদাতাকে ছাউনি তৈরি করে দিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত