মসজিদের আমগাছ

এক আম বিক্রি হলো ১৪ হাজার টাকায়

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পশ্চিমবঙ্গে বীরভূমের দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের জমিতে বহু মূল্যের মিয়াজাকি আম ধরেছে। পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি আম। যার দাম প্রতি কেজি আড়াই লাখ থেকে তিন লাখ রুপি। মসজিদ কর্তৃপক্ষ প্রথমে বুঝতে পারেনি এটি দামি প্রজাতির আম গাছ। পরে জানতে পেরে শুরু হয় শোরগোল। গাছে আম ধরেছে মোট ১০ থেকে ১২টি। তবে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, এই আম নিলামে তোলা হবে। শুক্রবার নিলামে একটি আমের দাম ওঠে ১০ হাজার ৬০০ রুপি (১৪ হাজার টাকা)। আমটি কেনেন স্থানীয় ব্যবসায়ী পপিন।

পপিন বলেন, মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার ৬০০ রুপি দিয়ে আম কিনেছি। আন্তর্জাতিক বাজারে এক লাখ রুপির বেশি দরে এই আম বিক্রি হচ্ছে। এখান থেকে একটি চারা গাছ কিনতে চাই। মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আম নিলামে বিক্রি করে, যে রুপি পাওয়া যাবে, তা দিয়ে মসজিদের উন্নয়নের ব্যবহার করা হবে।