বন্দি বিনিময়

আরো তিন ইউরোপীয়কে মুক্তি দিল ইরান

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কারাগারে বছরের পর বছর বন্দি থাকার পর অস্ট্রিয়ার দুই নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। অস্ট্রিয়ার কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন- অস্ট্রিয়ান-ইরানি দ্বৈত নাগরিক কামরান গাদেরি এবং মাসুদ মোসাহেব। বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের মুক্তি দেয় ইরান সরকার। গোয়েন্দাগিরি ও নিরাপত্তার অভিযোগে ইরানে এই দুইজনকে আটক করায় আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় ওঠেছিল। এদিকে, বেলজিয়াম সরকার জানিয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ডেনমার্কের এক নাগরিককেও মুক্তি দিয়েছে ইরান। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো বলেন, মেডিক্যাল পরীক্ষার পর তিনজনই ওমান হয়ে বেলজিয়ামে ফিরবেন। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ব্রাসেলসের ঠিক বাইরে মেলসব্রোক সামরিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব তাদের স্বাগত জানাবেন।