কাশ্মিরে চালু হচ্ছে মহিলা হোস্টেল

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রথমবারের মতো কাশ্মিরের সমাজকল্যাণ বিভাগ শ্রীনগরের ঈদগাহ এলাকায় কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল খুলতে চলেছে। ভারতের অন্যান্য রাজ্যের মতো উদ্যোগটি উপত্যকায়ও কর্মজীবী মহিলাদের জন্য সুরক্ষামূলক এবং আরামদায়ক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নির্মাণ কাজ ভালো গতিতে চলছে। সমাজকল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আশরাফ আখুন বলেন, ঈদগাহে প্রথমবারের মতো কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের কাজ চলছে।

তিনি বলেন, এটিই হবে কাশ্মিরের প্রথম বহুতল ভবন যেখানে বৃদ্ধা ছাড়াও কর্মজীবী নারীরা থাকবেন। তিনি বলেন, এটি একটি ভালো ধারণা। আমরা ভবিষ্যতে কর্মজীবী মহিলাদের জন্য আরো হোস্টেল নির্মাণ করতে পারি। আমরা এখনো বিল্ডিংয়ের ক্ষমতা নির্ধারণ করিনি। আমরা পরিকল্পনা করছি যে, এই ভবনটি কর্মজীবী মহিলা এবং বৃদ্ধদের জন্য হওয়া উচিত। সম্পূর্ণ নির্মাণের পরই এই ধারণ ক্ষমতা নির্ধারণ করা হবে।