‘পৃথিবীর ফুসফুস’ নামে খ্যাত ব্রাজিল ও আশপাশের লাতিন আমেরিকান দেশগুলোতে ছড়িয়ে থাকা রেইনফরেস্ট ‘আমাজন’। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশই আসে ৫৫ লক্ষ্য বর্গ কিলোমিটার ক্ষেত্রবিশিষ্ট এ অরণ্য থেকে। কিন্তু বিগত বছরগুলোয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বনভূমির ব্যাপক ক্ষতি হয়েছে, যার জন্য প্রায় পুরোটাই দায়ী আমরা মানবজাতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আমলেই ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে আমাজন। আর গত বছরই সবচেয়ে বেশি উজাড় হয়েছে এ বন। ব্রাজিলিয়ান পরিবেশবিদরা বনটিকে বাঁচাতে নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। তারা বনটির গহীনে ক্ষতিগ্রস্ত কিছু অংশে নতুন ধরনের আবাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন, যাতে বাসস্থান নির্মাণের জন্য আমাজনকে আর ধ্বংস না করা হয়।