ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা

কমাচ্ছে ৬০ শতাংশ ওষুধের দাম

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হওয়া শ্রীলঙ্কা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে। এরই অংশ হিসাবে আগামী ১৫ জুন থেকে প্রয়োজনীয় প্রায় ৬০ শতাংশ ওষুধের দাম ১৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা ওষুধের দাম কমানোর সরকারি এই সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানির দাম ব্যাপক বৃদ্ধির জেরে গত বছর ভারতের দক্ষিণ উপকূলের এই দ্বীপ দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়ে যায়। এর ফলে বিক্ষোভকারী জনতা দেশটির তৎকালীন প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বেল আউট পাওয়ায় গত নয় মাসে দেশটির অর্থনৈতিক সংকটের উন্নতি হয়েছে। লাফিয়ে লাফিয়ে মূল্যস্ফীতি বাড়লেও বর্তমানে তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও। স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা বলেছেন, চলতি বছর শ্রীলঙ্কার রুপির মান প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকার ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় ৬০টি ওষুধের দাম কমানোর সুযোগ পেয়েছে। সাপ্তাহিক মন্ত্রিসভা ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, চরম সংকটের সময় আমাদের দাম বাড়াতে হয়েছিল। কোনো বিকল্প ছিল না। কিছু ওষুধের দাম ৯৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। গুরুত্বপূর্ণ কিছু ওষুধের ঘাটতি ছিল। তবে এখন মুদ্রার মান বৃদ্ধি পেয়েছে।