লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি লাতিন আমেরিকার তিনটি দেশ সফর করবেন। আগামী রোববার তার এ সফর শুরু হচ্ছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট রায়িসি যে তিনটি দেশ সফর করবেন সেগুলো হচ্ছে- ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা। এসব দেশ সফরের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এসব দেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করাও এ সফরের অন্যতম লক্ষ্য। লাতিন আমেরিকার অনেক দেশের সঙ্গেই আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গির অনেক মিল রয়েছে। ওইসব দেশের জনগণও মার্কিন আধিপত্যকামী নীতির কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত। তারা বহু বছর ধরেই এ আধিপত্য থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে আসছে নানা উপায়ে। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা মার্কিন ডলারকে বাদ দিয়ে লাতিন আমেরিকায় একক মুদ্রাব্যবস্থা চালুর প্রস্তাব উত্থাপন করেছেন। এতে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সমর্থন জানিয়েছে।