উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি করোনায় আক্রান্ত

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসার পাশাপাশি তিনি তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ান অ্যাটওয়াইন বুধবার টুইটারে বলেছেন, প্রেসিডেন্ট কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। হালকা ফ্লু’র মতো লক্ষণ দেখা দেয়ার পর তিনি এই ভারইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। তবে তিনি ভালো আছেন এবং এসওপি নীতিগুলো মেনে স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। এর আগে বুধবার পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পর ৭৮ বছর বয়সি মুসেভেনি প্রথম ইঙ্গিত দেন যে, তিনি হয়তো কোভিডে সংক্রামিত হয়েছেন।