ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কানাডার দাবানলে পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

কানাডার দাবানলে পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতেও ছড়িয়ে পড়েছে কানাডার দাবানলের ধোঁয়া। এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে প্রায় ৩৮ লাখ হেক্টর জমি। হাজার হাজার নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।

দাবানলের আগুন নেভাতে সহায়তার জন্য কানাডা সরকারকে সেনাবাহিনী নামাতে হয়েছে। সবচেয়ে বেশি আগুন জ্বলছে পূর্বাঞ্চলীয় কুইবেক প্রদেশে। সেখান থেকে ১১ হাজারের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। বলেছেন, এই আগুন নিত্যদিনের রুটিন, জীবন, জীবিকা এবং বাতাসের মানের ওপর প্রভাব ফেলছে।

দাবানলের ধোঁয়ার পূর্বাভাসবিষয়ক ওয়েবসাইট ব্লুস্কাই কানাডা বলছে, গতকাল বৃহস্পতিবার দাবানলের ধোঁয়া দেশের বেশিরভাগ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এমনকী নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত