পিটিআইকে ভেঙে নতুন দল গঠিত

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে ভেঙে নতুন দল গঠন করা হয়েছে। নতুন এ রাজনৈতিক দলের নাম ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি)। গত বৃহস্পতিবার গঠিত এ দলটির বেশিরভাগ নেতা পিটিআইকে পরিত্যাগ করে এ দলটিতে যোগ দেন। ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) দেশটির রাজনীতিকে একটি নতুন দিকনির্দেশনা দিতে চায়। এছাড়া পাকিস্তানকে একটি শক্তিশালী অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য এ দলটিকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। কয়েক সপ্তাহ আলোচনার পর জাহাঙ্গীর খান তারিন এ দলটি গঠন করেন। পাকিস্তানের অসংখ্য চিনিকলের মালিক, তাকে ‘সুগার ব্যারন’ বলে অভিহিত করে। এর আগে তিনি পিটিআই দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরের একটি স্থানীয় হোটেলে সংবাদ সম্মেলনের সময় নতুন দলের নাম ঘোষণা করেন জাহাঙ্গীর খান তারিন।