ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে বিস্ফোরণ

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিস্ফোরণের পর আকাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে ধোঁয়ার মেঘের সৃষ্টি হয়।

যে দ্বীপে এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে এটি সমুদ্রের নিচ থেকে প্রায় দেড়শ’ বছর আগে ১৮৮৩ সালের পর উদিত হয়। সে বছর ক্রাকাতোয়া পাহাড়ের আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছিল যা ইতিহাসে অন্যতম ভয়াবহ ও ধ্বংসাত্মক বিস্ফোরণ ছিল। আনাক ক্রাকাতোয়া— যার অর্থ ক্রাকাতোয়ার সন্তান। এতে বিস্ফোরণে পর জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝ দিয়ে বয়ে যাওয়া প্রণালীর ওপর পাতলা ছাইয়ের মেঘ সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্রাকাতোয়া মনিটরিং স্টেশনের কর্মকর্তা ডেনি মার্ডিওনো এক বিবৃতিতে বলেছেন, ‘পাহাড়ের চূড়ায় বিস্ফোরণ কলামের উচ্চতা ৩ হাজার মিটার (১০ হাজার ফুটের কাছাকাছি) পরিলক্ষিত হয়েছে।’