ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুদানে বিবদমানরা ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে

সুদানে বিবদমানরা ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে

সুদানের যুদ্ধরত পক্ষগুলো ১০ জুন থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গতকাল খার্তুমের সময় সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য দেশব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় বিবদমানরা আন্দোলন, হামলা, বিমান বা ড্রোন ব্যবহার, বিমান হামলা, আর্টিলারি স্ট্রাইক থেকে বিরত থাকবে। যুদ্ধবিরতির সময় তারা সামরিক সুবিধাও নিতে পারবেন না। তারা সারা দেশে নিরবচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা প্রদানের সহায়তা করতে রাজি হয়েছে। বিবৃতিটি আসলে যুদ্ধরত পক্ষগুলোর প্রতি একটি সতর্কতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত