রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু
বললেন জেলেনস্কি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে তার দেশের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তিনি বলেন, পাল্টা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে তিনি এটাও বলেছেন যে, পাল্টা আক্রমণ কোন পর্যায়ে বা কোথায় শুরু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনই বলতে পারছেন না তিনি। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে লড়াইয়ের গতি আরো বেড়ে গেছে। এর মধ্যেই জেলেনস্কির এমন মন্তব্য সামনে এলো। গত শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাশে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন তিনি। একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হচ্ছে। পুতিনের এমন বক্তব্যের বিষয়ে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়। জেলেনস্কি বলেন, ইউক্রেনে পাল্টা আক্রমণাত্মক, প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে তারা কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে আমি কথা বলব না। আমি প্রতিদিন বিভিন্ন দিকের আমাদের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছি। তিনি সে সময় ইউক্রেনের শীর্ষ সামরিক নেতাদের পাঁচজনের নাম উল্লেখ করে বলেন, তারা সবাই ইতিবাচক। এই পুতিনের কাছে পৌঁছে দেয়ারও আহ্বান জানান তিনি। ইউক্রেনীয় সৈন্যরা পূর্ব বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে। তারা রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে বলে জানা গেছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নিরূপণ করা আসলেই কঠিন। কারণ দুইপক্ষেরই কিছু দাবি ও অভিযোগ থাকে। কিন্তু সব সময় তা যাচাই করা সম্ভবও হয় না। সম্প্রতি ইউক্রেন দাবি করে আসছে যে, যুদ্ধক্ষেত্রে তাদের বেশ অগ্রগতি হয়েছে। অপরদিকে রাশিয়াও লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে রাশিয়ার কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিসøাভ শাপশা এক টেলিগ্রাম বার্তায় বলেন, রোববার ভোরে স্ট্রেলকোভক গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনীয় বাহিনী অবশ্যই পাল্টা আক্রমণ শুরু করেছে। সেখানে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন যে, তাদের বাহিনী আগে ব্যাপক সংঘর্ষের স্থান বাখমুত এবং মারিঙ্কার চারপাশে শত্রুদের আক্রমণ প্রতিহত করেছে।