ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক পেছালেন বাইডেন

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, গত সোমবার তার রুট ক্যানেল করা হয়েছে। ফলে সেদিনের সব কাজ পিছিয়ে দিয়েছেন বাইডেন। জানা যায়, এদিন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সে বৈঠকও বাতিল করে দেয়া হয়। এদিন সাউথ লনে কলেজ অ্যাথলিট ডে’র অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সেখানেও যাননি তিনি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, গত রোববার নিচের পাটির ভেতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তার ওই দাঁতে রুট ক্যানেল করা হয়। কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যথার কথা জানালে তাকে বিশ্রাম নিতে বলেন চিকিৎসক। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন জো বাইডেন। তবে বিশেষজ্ঞদের মতে, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত।