গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৯ নিখোঁজ কয়েকশ’

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। তবে বেঁচে ফেরারা জানিয়েছেন, নৌকাটিতে ৫০০’রও বেশি মানুষ ছিলেন। এ ঘটনায় এখনো কয়েকশ’ লোককে খুঁজে পাওয়া যায়নি। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ইতিহাসে এটি অন্যতম বড় অভিবাসী নৌ দুর্ঘটনা। নৌকাডুবির পর দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, তাদের সহায়তা নিতে অস্বীকৃতি জানানোর পর নৌকাটি দক্ষিণ-পশ্চিম পায়লোসের ৮০ কিলোমিটার ভেতরে চলে যায়। গত মঙ্গলবার নৌকাটিকে আন্তর্জাতিক সমুদ্র সীমায় দেখতে পায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। ওই সময় নৌকায় কাউকেই লাইফ জ্যাকেট পরতে দেখা যায়নি।