সুইডেন ইস্যু

সিদ্ধান্তে অনড় এরদোয়ান

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও স্পষ্ট করে দিয়েছেন যে, সুইডেনের প্রতি সমর্থন জানাবে না তুরস্ক। তিনি বলেছেন, সুইডেন সন্ত্রাসবাদী আইনে পরিবর্তন এনেছে, কিন্তু তা যথেষ্ট নয়। সুইডেনে বসবাসকারী তুরস্কবিরোধী শক্তির বিরুদ্ধে এখনও যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়নি। তাদের গ্রেপ্তার করা হয়নি। তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেন, সুইডেনে এখনো পিকেকে সমর্থকরা ঘুরে বেড়াচ্ছে। এ থেকেই প্রমাণিত হয়, সুইডেন পিকেকে সমর্থকদের গ্রেপ্তার করতে খুব বেশি উৎসাহী নয়।