ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গ্রিসে নৌকাডুবি

এখনো ৫০০ জন নিখোঁজ : জাতিসংঘ

এখনো ৫০০ জন নিখোঁজ : জাতিসংঘ

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকার আরো ৫০০ জনের মতো আরোহী এখন পর্যন্ত নিখোঁজ বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তর। কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স জানিয়েছেন, এই ‘ভয়ঙ্কর ঘটনায়’ নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। প্রায় ৭৫০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী মাছ ধরার নৌকাটি গত বুধবার রাত ১টার পর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়। লরেন্স বলেছেন, ভয়াবহ প্রাণহানির এ ঘটনা মানবপাচারকারীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয় জোরদার করেছে। পাশাপাশি এটাও পরিষ্কার করেছে যে, সাগরে অনুসন্ধান ও উদ্ধার ‘আইনি ও মানবিকভাবে অপরিহার্য’। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে দেয়া এক যৌথ ঘোষণায় শরণার্থী সংস্থাটি বলেছে, প্রাণহানি এড়াতে যে কোনো অনুসন্ধান ও উদ্ধারের পদক্ষেপ পরিচালনা করা দরকার। এই নৌকাডুবির ঘটনায় গ্রিসের কোস্ট গার্ডের ভূমিকা কী ছিল তা নিয়ে অনুসন্ধান বেড়ে চলেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত