গরমে উত্তর প্রদেশের এক হাসপাতালে তিন দিনেই মৃত্যু ৫৪

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তীব্র তাপপ্রবাহে নাকাল ভারতের উত্তর প্রদেশ। ৭২ ঘণ্টার মধ্যে এক হাসপাতালেই ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, ৫৪ জনের মৃত্যু আলাদা আলাদা কারণে হলেও, মাত্রাতিরিক্ত গরম এসব মৃত্যুর পেছনে বড় প্রভাব ফেলেছে বলেই তাদের ধারণা। একই সময়ের মধ্যে বালিয়া ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়ে ৪০০তে পৌঁছেছে বলেও জানিয়েছে এনডিটিভি। ভারতের উত্তরের এই রাজ্যজুড়ে এখন বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রদাহ, অনেক এলাকাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গরমের মধ্যে হঠাৎ করেই মৃত্যু এবং জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বেড়ে যাওয়ায় কর্মীরা হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে সব কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ২৩ জন, শুক্রবার ২০ জন আর শনিবার ১১ জন রোগী মারা গেছেন বলে হাসপাতালটির সুপারিনটেন্ডেন্ট এসকে যাদবের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।