ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি বাদশাহর অতিথি হয়ে হজ করবেন বিশ্বের ১৩০০ ব্যক্তি

সৌদি বাদশাহর অতিথি হয়ে হজ করবেন বিশ্বের ১৩০০ ব্যক্তি

হজের বাকি আর মাত্র অল্প কিছু দিন। এবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের অতিথি হয়ে হজ করার সুযোগ পাবেন ৯০ দেশের ১৩০০ জন ব্যক্তি। প্রতি বছর সৌদি আরবে বাদশাহর অতিথি হয়ে অনেকে হজ করার সুযোগ পান। এবারো এসব ব্যক্তি সেই সুযোগ পাচ্ছেন। গত শনিবার বাদশাহ সালমান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। খবর সৌদি গেজেটের। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাদশাহ এবার ৯০ দেশের ১ হাজার ৩০০ হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন। দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীদের হজের সব ব্যয়ভার বহন করবে সৌদি সরকার। সৌদি বাদশাহর অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসলামিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আসেখ। তিনি বলেন, মুসলিম এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে এটি তারই প্রতিফলন। আব্দুল লতিফ আরো বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত