ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নর্দমার জঞ্জাল থেকে জ্বালানি উৎপাদন

অস্ট্রিয়ার লেওবেন শহর
নর্দমার জঞ্জাল থেকে জ্বালানি উৎপাদন

জলবায়ু পরিবর্তন ও বেড়ে চলা জঞ্জাল পুরো মানবজাতির জন্যই বড় সমস্যা। কিন্তু সেই জঞ্জাল কাজে লাগিয়ে বিশুদ্ধ জ্বালানি উৎপাদন করলে এক ঢিলে দুই পাখি মারা যায়। মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার লেওবেন শহরে ইতোমধ্যে চালু হয়েছে এ সংক্রান্ত একটি পরীক্ষামূলক প্লান্ট। ইউরোপের জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এমন উদ্ভাবন এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এর প্রয়োগ বাড়তে পারে। এমনকি ভবিষ্যতে ট্রেন, বাস, জাহাজ, বিমান চালাতে প্লাস্টিক জ্বালানি কাজে লাগানো যেতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ। প্ল্যান্টের মধ্যে মল, নর্দমার কাদা দেখলে ঘৃণা জাগাই স্বাভাবিক। কিন্তু সেখানেই ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি তৈরি হচ্ছে। অস্ট্রীয় উদ্যোক্তা হ্যারাল্ড মায়ারই এই প্রচেষ্টার মূল হোতা। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে তিনি বলেন, ‘আমি উদ্ভাবকের সঙ্গে দেখা করে তার কাছ থেকে পেটেন্ট কিনে নিয়ে ভাবলাম, আমি রূপকথার জগতে আছি। কিন্তু অন্তরের তাগিদ আমাকে ‘শিট টু পাওয়ার’ প্রযুক্তি হাতেনাতে যাচাই করতে বাধ্য করল। সেই দর্শনের ভিত্তিতে আমি অবিলম্বে একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে প্রস্তুত হয়ে গেলাম। ইঞ্জিনিয়ারদের চাকরি দিয়েছি। সরকারি ভর্তুকি ছাড়াই আমি এই প্রকল্পে ৪০ লাখ ইউরো পর্যন্ত বিনিয়োগ করেছি।’ অস্ট্রিয়ার লেওবেনে আপাতত এক পরীক্ষামূলক প্ল্যান্ট চালু করে বড় আকারে সেই আইডিয়া বাস্তবায়নের স্বপ্ন দেখা হচ্ছে। গোটা প্রক্রিয়া মোটামুটি চলে এভাবে প্রণালীর তরল বর্জ্য শুকিয়ে তাতে অক্সিজেন যোগ করে পোড়ানো হয়। প্রায় দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস মাত্রায় উত্তাপ সৃষ্টি হয়। সেই প্রবল উত্তাপে প্লাস্টিকের মৌলিক উপাদানগুলো আলাদা হয়ে যায়। তার মধ্যে হাইড্রোজেনও রয়েছে, যা পরিশোধন করা হয় বর্জ্য পদার্থের মধ্যে অনেক পরিমাণ ফসফেট থাকে। সেই সঙ্গে উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই-অক্সাইডও নির্গত হয়। কঠিন পদার্থ হিসেবে স্ল্যাগ জমির সার হিসেবেও ব্যবহার করা যায়। কার্বন ডাই-অক্সাইড দিয়ে কার্বোনেটেড কোমল পানীয় তৈরি করা যায়। কোম্পানির প্রসেস টেকনোলজি বিভাগের প্রধান নাদিয়া রোমদানে বলেন, ‘প্লাস্টিকের মধ্যে অনেক হাইড্রোজেন থাকে, যা সাধারণত ব্যবহারের পরিবর্তে সমুদ্রে ফেলে দেওয়া হয় অথবা জঞ্জালের প্ল্যান্টে পুড়িয়ে ফেলা হয়। অথচ আমরা সেটি কাজে লাগাতে পারি।’ কিন্তু এমন উচ্চ তাপমাত্রা পেতে কি বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় না? নাদিয়া রোমদানে বলেন, ‘এই জ্বালানি তো নর্দমার বর্জ্য থেকেই সৃষ্টি করা হচ্ছে। সেই স্লাজ শুকনা অবস্থায় খুব বেশি তাপমাত্রায় জ্বলতে পারে এবং সেই শক্তি উৎপাদন করে।’ হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যে আগুন জ্বালানো হলো। পরীক্ষামূলক প্ল্যান্টে এখনো পর্যন্ত সব টেস্ট সফল হয়েছে। এবার একটানা প্রক্রিয়ায় সেই প্ল্যান্টের কার্যকারিতা যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত