ভিয়েতনামকে যুদ্ধজাহাজ ‘উপহার’ দিচ্ছে ভারত!

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশে তৈরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ ‘আইএনএস কৃপাণ’ ভিয়েতনামের হাতে তুলে দেওয়ার কথা জানাল ভারত। গত সোমবার নয়াদিল্লিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এরপরই ভারতের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছেন, ভারতের এই ‘উপহার’ ভিয়েতনামের নৌবাহিনী ‘ভিয়েতনাম পিপলস নেভি’র ক্ষমতা অনেকখানি বৃদ্ধি করবে। আইএনএস কৃপাণ ১ হাজার ৩৫০ টনের একটি ভারতীয় যুদ্ধজাহাজ, যা ভিয়েতনামের হাতে তুলে দেবে ভারত। খবর এনডিটিভির। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এই ঘোষণার পর প্রশ্ন উঠছে, কেন চীনের প্রতিবেশী ভিয়েতনামের ওপর এত সদয় হচ্ছে মোদি সরকার? কেনই বা নিজেদের যুদ্ধজাহাজ ‘উপহার’ দিচ্ছে ভিয়েতনামকে? ২০২২ সালে ভিয়েতনামের উপকূলে নৌযুদ্ধের মহড়া শুরু করার কথা ঘোষণা করেছিল চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের ফরমানও জারি করা হয়েছিল। চীনা সামরিক তৎপরতা নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগও প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার। ২০২০ সালে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে চীনের যুদ্ধবিমান মোতায়েনের জেরেও বেইজিং-হ্যানয় উত্তেজনা তৈরি হয়েছিল।