আসামে নতুন এলাকা প্লাবিত

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অবিরাম বৃষ্টিতে রাজ্যজুড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। যদিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ জেলায় কমপক্ষে সাড়ে ৩৩ হাজারে নেমে এসেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) দৈনিক বন্যা প্রতিবেদন বলা হয়েছে, কাছাড়, দাররাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, সোনিতপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলায় বন্যার কারণে ৩৩ হাজার ৪০০ জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত আসামের আট জেলায় ৩৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ বন্যায় কষ্ট পাচ্ছিলেন। লখিমপুরে সবচেয়ে ক্ষতি হয়েছে। এ জেলায় ২৫ হাজারের বেশি মানুষ বন্যায় ভুগছেন। তারপরেই আছে ডিব্রুগড়। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৮০০। আর তিনসুকিয়ায় প্রায় ২ হাজার ৭০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।