সুচিকে মুক্তি দিতে ছেলের অনুরোধ

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মাকে মুক্তি দিতে সেনাবাহিনীকে অনুরোধ অং সান সু চির ছেলের।

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই নেত্রীর কনিষ্ঠ ছেলে কিম অ্যারিস। এমনকি তার মাকে সাহায্য করার জন্য বিশ্বকে আরো কিছু করার আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কনিষ্ঠ পুত্র তার মাকে জেল থেকে মুক্তি দেয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনে বিবিসি বার্মিজকে দেয়া সাক্ষাৎকারে কিম অ্যারিস এই আহ্বান জানান। তিনি বলেছেন, আমি আমার মাকে কারাগারে থাকতে দিতে পারি না। এবং একইসঙ্গে সু চিকে সাহায্য করার জন্য বিশ্বকে আরো কিছু করার আহ্বানও জানিয়েছেন তিনি। সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দি থাকলেও অং সান সু চিকে গত বছর রাজধানীর একটি নির্জন কারাগারে তাকে স্থানান্তরিত করা হয়েছে। গত দুই বছরে তার প্রায় কোনো খবরই পাওয়া যায়নি। তিনি অসুস্থ ছিলেন বলেও গুঞ্জন শোনা গেলেও সামরিক বাহিনী সেসব প্রতিবেদন অস্বীকার করেছে। অং সান সু চিকে এরইমধ্যে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন সু চি। তবে মিয়ানমারের জান্তা জোর দিয়ে বলেছে, সু চির বিরুদ্ধে আনা সব অভিযোগ বৈধ এবং স্বাধীন আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সাজা দেয়া হয়েছে।