ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উহানের ল্যাব থেকে কোভিড ছড়ানোর প্রমাণ পায়নি মার্কিন গোয়েন্দারা

উহানের ল্যাব থেকে কোভিড ছড়ানোর প্রমাণ পায়নি মার্কিন গোয়েন্দারা

চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি (ডব্লিউআইভি) থেকে কোভিড-১৯ ছড়ানোর সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত উন্মুক্ত হওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। যেখানে মার্কিন গোয়েন্দাগুলোর অনুসন্ধান নথিবদ্ধ করা হয়ছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসি। অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি পরীক্ষাগার থেকে এসেছে সেই আশঙ্কা এখনো উড়িয়ে দিতে পারেননি গোয়েন্দারা। তবে এর উৎস আবিষ্কারে সক্ষম হয়নি তারা। তবে এও বলা হয়েছে, বেশির ভাগ মার্কিন গোয়েন্দা সংস্থা একমত যে ভাইরাসটি জিনগতভাবে প্রকৌশল বা গবেষণাগারে অভিযোজিত ছিল না। ওডিএনআইয়ের ১০ পৃষ্টার প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক ও গবেষণাগার ভাইরাসের এই দুই উৎস নিয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে, যা সিদ্ধান্ত নিতে তাদের চ্যালেঞ্জে ফেলেছিল। উহানের গবেষণাগারের ওপর বিস্তৃত কাজ করলেও প্রাদুর্ভাবে অভিযুক্ত করার মতো সুনির্দিষ্ট ঘটনার প্রমাণ পায়নি। চারটি সংস্থার অনুমান, প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল কোভিড-১৯। তবে এফবিআই ও অন্য একটি সংস্থার অনুমান, ভাইরাস একটি ল্যাব থেকে ফাঁস হয়েছে। সব মিলিয়ে এখনো পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়ানের আশঙ্কা উড়িয়ে দিতে পারেনি গোয়েন্দারা। তবে তারা একমত যে, কভিড-১৯ জৈব অস্ত্র হিসেবে তৈরি করা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত