ভোরোনেজের তেল ডিপোতে অগ্নিকাণ্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভোরোনজে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আগুন আগুন নিয়ন্ত্রণে শতাধিক কর্মীর সমন্বয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ। গতকাল বিকেলে বিবিসি ও আল জাজিরার আপডেট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভোরোনজে মূলত মস্কো ও রোস্টভ শহরের মধ্যবর্তী একটি শহর, ভাড়াটে ভাগনার বাহিনী যে শহরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করছে। ভোরোনজের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী ও ৩০টি ইউনিট এই আগুন নেভানোর জন্য কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওচিত্রে ওই স্থাপনা থেকে কালো ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলি উঠতে দেখা যায়। এর আগে, একটি রাশিয়ান নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে, ভাগনার যোদ্ধারা মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভোরোনেজ শহরের সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।