ওজ ভাইরাসে বিশ্বের প্রথম মৃত্যুর খবর দিল জাপান

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

একজন জাপানি নারী ওজ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর মারা গেছেন। তার বয়স ৭০ থেকে ৭৯ বছরের মধ্যে। টোকিওর উত্তরে পূর্ব ইবারাকি প্রদেশে মারা যাওয়া এই নারী ওজ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর টিকবাহিত সংক্রমণে মারা যাওয়া বিশ্বের প্রথম মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে। টোকিওভিত্তিক কিয়োডো নিউজ জানিয়েছে, সম্ভাব্য টিকবাহিত সংক্রমণের কারণে এটিই বিশ্বের প্রথম মৃত্যুর ঘটনা। প্রাদেশিক সরকার ও জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই নারী ২০২২ সালের গ্রীষ্মে জ্বর ও ক্লান্তির মতো উপসর্গগুলো অনুভব করার পর চিকিৎসকের পরামর্শ চেয়েছিলেন। প্রাথমিকভাবে নিউমোনিয়া ধরা পড়ার পর তার অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়।