ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উড্ডয়নের আগ-মুহূর্তে বিমানের টায়ার ফাটল, ১১ যাত্রী আহত

উড্ডয়নের আগ-মুহূর্তে বিমানের টায়ার ফাটল, ১১ যাত্রী আহত

বিমান টেক-অফ করার আগ-মুহূর্তেই দেখা দিলো বিপত্তি। রানওয়েতে ফেটে গেল বিমানের চাকার টায়ার। আর এতে আহত হয়েছেন বিমানের কমপক্ষে ১১ জন যাত্রী। গত শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স৮৮০ ফ্লাইটটি। উড্ডয়নের ঠিক আগ-মুহূর্তে টায়ার ফেটে যায় এবং এতে ১১ যাত্রী আহত হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির যাত্রা বাতিল করে দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি হংকং থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল এবং ফ্লাইটে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন। সংবাদমাধ্যম বলছে, হংকং থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিল বিমানটি। বিমানে ১৭ ক্রুর পাশাপাশি ২৯৩ জন যাত্রী ছিল। কিন্ত টেক-অফের ঠিক আগের মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র ঝাঁকুনিতে আহত হন বিমানের ভেতরে থাকা যাত্রীরা। পরে রানওয়েতেই কোনও রকমে দাঁড় করানো হয় বিমানটিকে। ইমারজেন্সি এক্সিটের নিয়ম মেনে বিমানের পাঁচটি দরজাই খুলে দেওয়া হয়। পরে এসকেপ স্লাইড দিয়ে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। যদিও আকাশপথে সেবাদানকারী এই সংস্থার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নজরে আসতেই বিমানের ক্রু টেক-অফ বাতিল করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত