মেক্সিকোতে দাবদাহে দুই সপ্তাহে শতাধিক মৃত্যু

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

 

মেক্সিকোতে বইছে তীব্র দাবদাহে। দেশটির কোনো কোনো জায়গায় তাপমাত্রার পারদ উঠেছে প্রায় ৫০ ডিগ্রিতে। এমন পরিস্থিতিতে সেখানে তাপমাত্রাজনিত কারণে গত দুই সপ্তাহে অন্তত শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। চলতি মাসের প্রায় সব দিনেই তাপপ্রবাহ দেখেছে দেশটি। এতে চাপ পড়েছে বিদ্যুতের ওপর। বন্ধ রাখতে হচ্ছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই-তৃতীয়াংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ১৮ থেকে ২৪ জুনের সপ্তাহে।